Kolkata Police has recruited a lot of staff in 2500 vacancies

Kolkata Police has recruited a lot of staff in 2500 vacancies | মাধ্যমিক পাশে কোলকাতা পুলিশে ২৫০০ শূন্যপদে প্রচুর কর্মী নিয়োগ। জেনে নিন বিস্তারিত।

WB News HOME

Kolkata Police has recruited a lot of staff in 2500 vacancies | মাধ্যমিক পাশে কোলকাতা পুলিশে ২৫০০ শূন্যপদে প্রচুর কর্মী নিয়োগ।

জেনে নিন বিস্তারিত।

রাজ্য সরকারের নতুন আপডেট, ২৫০০ শূন্যপদে কোলকাতা পুলিশে কর্মী নিয়োগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 24 মে, সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে কোলকাতা পুলিশের নিয়োগের কথা ঘোষনা করেলেন।
খুব শিঘ্রই এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে।

রাজ্যের সমস্ত জেলা থেকে ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবে। আবেদনটি সম্পর্কে আরও জানতে নিম্নলিখিত তথ্যগুলিতে চোখ রাখুন।

কোলকাতা পুলিশে যে যে পদে নিয়োগ হবে সেগুলি হলো :

  • কনস্টেবল
  • লেডি কনস্টেবল
  • সাব ইনস্পেক্টর
  • লেডি সাব ইনস্পেক্টর
  •  কোলকাতা পুলিশ সার্জেন্ট
  •  কোলকাতা পুলিশ ড্রাইভার

কোলকাতা পুলিশে নিয়োগের শারীরিক মাপ :-

♦ কনস্টেবল :- উচ্চতা হতে হবে-167 সেমি., বুকের ছাতি হতে হবে 78 সেমি. সঙ্গে 5 সেমি ফোলানোর ক্ষমতা।
ST, গোর্খা, গাড়োয়ালিস এবং রাজবংশীদের উচ্চতা হতে হবে 160 সেমি,
বুকের ছাতি-76 সেমি সঙ্গে 5 সেমি ফোলানোর ক্ষমতা। সমস্ত শ্রেনির ক্ষেত্রে ওজন হতে হবে শরীরের উচ্চতা এবং বয়স অনুপাতে।

♦ লেডি কনস্টেবল :– উচ্চতা হতে হবে-160 সেমি.
ST, গোর্খা, গাড়োয়ালিস এবং রাজবংশীদের উচ্চতা হতে হবে 152 সেমি. সমস্ত শ্রেনির ক্ষেত্রে ওজন হতে হবে শরীরের উচ্চতা এবং বয়স অনুপাতে।

♦ কোলকাতা পুলিশ সার্জেন্ট :– উচ্চতা হতে হবে-1.73 মিটার, বুকের ছাতি হতে হবে 86.36 সেমি. সঙ্গে 5 সেমি. ফোলানোর ক্ষমতা। ওজন হতে হবে মিনিমাম 63 কেজি।

♦ সাব ইন্সপেক্টর :– উচ্চতা হতে হবে-1.67 মিটার, বুকের ছাতি হতে হবে 79 সেমি. সঙ্গে 5 সেমি ফোলানোর ক্ষমতা। ওজন হতে হবে মিনিমাম 51.5 কেজি।

♦ লেডি সাব ইন্সপেক্টর :- উচ্চতা হতে হবে-1.6 মিটার, ওজন হতে হবে মিনিমাম 45 কেজি।

নিয়োগ পদ্ধতি :-

  • শারীরিক মাপ
  •  শারীরিক দক্ষতা
  • লিখিত পরীক্ষা
  • ইন্টারভিউ

কোলকাতা পুলিশে নিয়োগের অফিসিয়াল নোটিশ খুব শীঘ্র প্রকাশিত হবে। আবেদন করতে চাইলে যুক্ত থাকুন ও চোখ রাখুন আমাদের গ্রুপে।

( প্রতিবেদনটি অন্য সংবাদ মাধ্যম থেকে সংগৃহিত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *