Bengal to employ 32,000 teachers 

Bengal to employ 32,000 teachers  -রাজ্যে ৩২,০০০ শূন্যপদে শিক্ষক নিয়োগ হবে। এক নজরে দেখে নিন মুখ্যমন্ত্রী কি জানালেন :

HOME Latest Recruitment

Bengal to employ 32,000 teachers 

রাজ্যে ৩২,০০০ শূন্যপদে শিক্ষক নিয়োগ হবে। এক নজরে দেখে নিন মুখ্যমন্ত্রী কি জানালেন :

 

২১ শে জুন, সোমবার রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে শিক্ষক নিয়োগের জন্য এক গুরুত্বপূর্ন ঘোষনা করলেন।
প্রাইমারী ও আপার প্রাইমারী মিলে ৩২,০০০ শিক্ষক নিয়োগ করা হবে বলে জানালেন।

 

মুখ্যমন্ত্রীর ঘোষনা :
মুখ্যমন্ত্রী জানালেন,- “পুজোর মধ্যে বা পুজোর আগে রাজ্যের আপার প্রাইমারীতে ১৪ হাজার এবং প্রাইমারীতে ১০ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ করা হবে।
আর পুজোর পরে ২০২১ সালের মার্চ মাসের দিকে প্রাইমারীতে ৭৫০০ শিক্ষক নেওয়া করা হবে।”

তিনি এ ও জানালেন যে সম্পূর্ন মেধার ওপর ভিত্তি করে নিয়োগ করা হবে।

শূন্যপদগুলি :

পূজোর আগে : প্রাইমারীতে ১০,৫০০

আপার প্রাইমারীতে ১৪,০০০

পূজোর পর : প্রাইমারীতে আবারো ৭,৫০০

 

রাজ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বারবার মামলা দায়ের কারনে নিয়োগ প্রক্রিয়া অসম্পন্ন ছিলো বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

তবে এই ৩২,০০০ শিক্ষক নিয়োগ কতোটা বাস্তবায়িত হবে তা আগামি কয়েক মাসের মধ্যেই জানা জাবে।
এটি বেকার যুবক যুবতী দের জন্য খুবই সুখবর। এটি বাস্তবায়ন হলে অনেক বেকার কর্মসংস্থান পাবে।

 

( প্রতিবেদনটি অন্য সংবাদ মাধ্যম থেকে সংগৃহিত )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *