রাজ্যের স্কুলগুলিতে প্রচুর শূন্যপদে লাইব্রেরিয়ান এবং গ্রুপ C ও D পদে কর্মী নিয়োগ হবে

রাজ্যের স্কুলগুলিতে প্রচুর শূন্যপদে লাইব্রেরিয়ান এবং গ্রুপ C ও D পদে কর্মী নিয়োগ হবে। জানুন বিস্তারিত।

HOME

রাজ্যের স্কুলগুলিতে প্রচুর শূন্যপদে লাইব্রেরিয়ান এবং গ্রুপ C ও D পদে কর্মী নিয়োগ হবে। জানুন বিস্তারিত।

 

সমস্ত বেকার চাকরিপার্থীদের জন্য একটা বিরাট সুখবর। সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন (WBSSC) এর তরফ থেকে সম্প্রতি একটি নোটিশ বার হয়েছে,
তাতে বলা হয়েছে রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ C ও D এবং লাইব্রেরিয়ান পদে প্রচুর কর্মী নিয়োগ করা হবে।

The Secretary West Bengal Central school service commission থেকে এই নোটিশটি

The Chairman West Bengal Regional School Service Commission কে পাটিয়েছে।

 

এই নোটিশে বলা হয়েছে যে রাজ্যের বিভিন্ন স্কুলগুলিতে রেটায়েড, রেজিগনেশন, ডেথ এইসব কারণের জন্য বহু শূন্যপদের সৃষ্টি হয়েছে, তাই এই নিয়োগ।
স্কুলের DI দের বলা হয়েছে যে রিজিওনাল স্কুল সার্ভিস কমিশনকে শূন্যপদের বিবরণ দিতে এবং সেই বিবরণ রিজনাল সার্ভিস কমিশন সেন্ট্রাল সার্ভিস কমিশনকে দিতে হবে।
এক সপ্তাহের মধ্যে এই শূন্যপদের বিবরণ দিতে হবে। তবে এই নোটিশের মাধ্যমে জানা গেছে যে খুব শিঘ্রই এই নোটিশের বিজ্ঞপ্তি জারি হবে।

 

পদের নাম :- লাইব্রেরিয়ান, গ্রুপ C ও D

 

শূন্যপদ :- সম্ভবত এই পদগুলিতে ১০ হাজারেরও বেশি কর্মী নিয়োগ হতে পারে।

 

যোগ্যতা :- গ্রুপ C ও D পদের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং লাইব্রেরিয়ান পদের জন্য লাইব্রেরিয়ান সাইন্স এ গ্রাজুয়েশন পাশ হতে হবে।

বিঃদ্রঃ- তবে নোটিফিকেশন অনুযায়ী ধারণা করা হচ্ছে যে সম্ভবত এই মাসের শেষের দিকেই বিজ্ঞপ্তি বার হতে পারে।
এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপডেট পেতে হলে আমাদের ওয়েবসাইট www.ejobtime.info কে নিয়মিত অনুসরন করুন।
এছাড়া আমাদের এই ওয়েবসাইটে সমস্ত রকমের সরকারি ও বেসরকারি চাকরির খবর সবার আগে অফিসিয়াল ওয়েবসাইটের নোটিফিকেশনের ভিত্তিতে নির্ভুলভাবে প্রদান করা হয়।

 

( প্রতিবেদনটি অন্য সংবাদ মাধ্যম থেকে সংগৃহিত )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *